রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ পৌরসভার ২ কোটি ৯৩ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে পশ্চিম চৌমাথা থেকে রেজিষ্ট্রি অফিস হয়ে খলসি চাঁদপুর ভাঙ্গা ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সরকার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এমজিএসপি’র সহকারী প্রকৌশলী আব্দুল্যা আল মামুন, গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোখলেছুর রহমান, মহিলা কাউন্সিলর মারুফা বেগম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারন সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, আনন্দ টিভির গোবিন্দগঞ্জ প্রতিনিধি উজ্জল হক প্রধান, পৌর সভার সার্ভেয়ার আনোয়ার হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে বিশ^নাথ সাহা, সন্তোষ সরকার, হরিবল্লভ সাহা, রঞ্জন কুমার মোহন্ত, আবু বক্কর সিদ্দিক, আলী রায়হান, শাহজাহান আলী ও লোকমান হোসেন সহ ওই এলাকার বিপুল সংখ্যক সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।