রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ি উপজেলার হরিণাবাড়ি কদমতলিতে পরিবেশগত ও আবাদি জমি ধ্বংসকারি এসএসবি ইটভাটা অবিলম্বে বন্ধের দাবিতে গতকাল শনিবার সচেতন এলাকাবাসির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাজী সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, রুহুল আমিন প্রধান, মনি প্রধান, কাজী সজিব মিয়া, দুলদুল মিয়া, মোঃ সাকি মাস্টার, কাশেম শেখ, কাজী হুদাই খাঁ প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশগত ইটভাটা আইন অমান্য করে এই অঞ্চলে ইটভাটা নির্মাণ করায় এলাকায় দ্বি ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাট ধ্বংসের মুখোমুখি। ভাটায় মাটি আনা নেয়ার কাজে ব্যবহৃত যানবহনের এলোপাথারি চলাফেরায় শব্দ দূষণ, বায়ু দুষণ হচ্ছে। যার ক্ষতির স্বীকার হচ্ছে স্কুল-কলেজগামি ছাত্রছাত্রীরা। মহাসড়ক, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা ইটভাটা ও পরিবেশ আইন পরিপন্থী। অথচ প্রশাসন নিরব, নিশ্চুপ। এমনকি এলাকাবাসি কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। তাই এলাকাবাসি অবিলম্বে উক্ত ইটভাটা বন্ধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।