রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, সরকার শিক্ষার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণসহ সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বেশী বেশী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি গতকাল গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহি খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংসঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি মাছুম হক্কানী, প্রধান শিক্ষক আছমা হক্কানীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।