রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনধর্ব-১৭) গাইবান্ধা তুলসিঘাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমাপনি ও পুরুস্কার বিতরণ করা হয়। গতকাল টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ এবিএম আবু হানিফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সহ আওয়ামী লীগ ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। সমাপনি খেলায় কুপতলা একাদশ দল ঘাগোয়া একাদশ দলকে ২ – ০ গোলে কুপতলা বিজয়ী হয়।
পরে প্রধান অতিথি হুইপ উভয় দলের মাঝে পুরুস্কার তুলে দেন। এই টুর্নামেন্টে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি দল অংশ নেয়।