রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির মানববন্ধন

বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহ¯পতিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ স¤পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম শামছুল, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, পলাশবাড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ, ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, জেলা যুবদলের আব্দুর রাজ্জাক ভুট্টু, রকিবুজ্জামান লিটন, শরিফুল ইসলাম রুবেল, ঝরনা মান্নান, রবিন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সরকার সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করে রাষ্ট্র পরিচালনা করছেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলখানায় আটকে রেখেছে। তাই বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com