রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ কার্যালয়ে ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গাইবান্ধার বাস্তবাায়নে তিন তলা বিশিষ্ট এই ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাসহ জেলা ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা একে এম ইদ্রিস আলী, গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, উক্ত ভবন নির্মাণের ঠিকাদার মোহাম্মদ রবিউল ইসলাম, সাংবাদিক উত্তম সরকার প্রমুখ।