রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ি উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে গত সোমবার রাতে লিমন মিয়া (২৪) রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়। এতে লিমন মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সে মারা যায়। লিমনের বাড়ি পলাশবাড়ি উপজেলার হরিনমারী গ্রামে।
পুলিশ জানায়, লিমন রাস্তাা পার হওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।