সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাঘাটায় ডেপুটি স্পীকারের হুইল চেয়ার বিতরণ

সাঘাটায় ডেপুটি স্পীকারের হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি গতকাল বুধবার সাঘাটা উপজেলা সদর বোনারপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। এ উপলক্ষে সাঘাটা উপজেলা সদর বোনারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বি মিয়া। বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন প্রমুখ। ডেপুটি স্পীকার এসময় বলেন, প্রতিবন্ধীরা খুবই অসহায়। সুতরাং অভিভাবকসহ অন্যান্যদের তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে আচরণ করতে হবে। তাদেরকে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে শিক্ষিত করে দেশের উন্নয়ন ধারার সাথে সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১০০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসব হুইল চেয়ার সরবরাহ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com