মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ারের ২ দিনের রিমান্ড

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ারের ২ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার : দিনাজপুর থেকে গ্রেপ্তার হওয়া গাইবান্ধা সদর আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের জামিন না-মঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এমপি শাহ সারোয়ার কবীরকে হাজির করা হলে বিচারক মোঃ জাহাঙ্গীর আলম তার জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জুলাই আন্দোলনের সময় গাইবান্ধা জেলা বিএনপি অফিস ও যুবদল অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ এনে সাবেক এমপি শাহ সারোয়ার কবীর সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গাইবান্ধা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পুলিশের গ্রেপ্তার এড়াতে তিনি গাইবান্ধা থেকে দিনাজপুরে তার বোনের বাড়িতে আত্মগোপন করেন। গোপন সূত্রে খবর পেয়ে দিনাজপুর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
গতকাল বিকেলে কড়া পুলিশি প্রহরায় তাকে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করা হয়। এ সময় আসামী পক্ষ ও রাষ্ট্র পক্ষের আইনজীবীরা পক্ষে বিপক্ষে তাদের যুক্তি তর্ক ও ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানী শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডঃ নিরঞ্জন কুমার ঘোষ, অ্যাডঃ জিএসএম আলমগীর। রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডঃ হালিম প্রামাণিক, অ্যাডঃ মিজানুর রহমান মিজান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com