সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার খলসি বটতলা নামক স্থানে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক সাপমারা চকরহিমাপুর নূরানী মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ জোনায়েদ (৩০) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন সেখান উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। নিহত জোনায়েদ উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিজু মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।