সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জুলাই গণঅভ্যুথানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুন খান (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ।
জানা গেছে, গত শনিবার ইফতারের আগে ছাত্রদল নেতা মামুন খান গোবিন্দগঞ্জ শহরে আসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বেড় হয়ে ৯ং ওয়ার্ডের খানাবাড়ি নামক স্থানে পৌঁছুলে মামুন কোন কিছু বুঝে ওঠার আগেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী মুতাসিম ফুয়াদ হƒদয়ের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে মামুন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হƒদয়ের ছোট ভাই রিলাক্সকে (২৩) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রিলাক্স পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মাহাবুবর রহমানের ছেলে।