শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ পলাশবাড়ী উপজেলায় শোবার ঘর থেকে হৃদয় মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
হৃদয় মিয়া পার্বতীপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, হৃদয় মিয়া কিছুদিন আগে তার বন্ধুর স্ত্রী লামিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই বাড়িতে ফিরে যেতে চায় লামিয়া। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াও হয়। গেলো রাতে আবারও স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। আজ ভোরে লামিয়ার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে দেখতে পায় হৃদয়ের মরদেহ পড়ে আছে।
লামিয়া জানান, আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার আগের স্বামী-সন্তান আছে। কাল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় গলায় ফাঁসি দিলে আমি বাঁচানোর চেষ্টা করেও পারিনি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, খবর পেয়ে হৃদয় মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখে ব্যব¯’া নেওয়া হবে।