শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুরে পুর্ব শত্রুতার জেরে আব্দুল খালেক মিয়া নামে এক অসহায় কৃষকের জমির ধান কেটে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ।
গতকাল শুক্রবার এ ঘটনায় বাদি হয়ে সাদুল্লাপুর থানায় অভিযোগ করেন জমির মালিক আব্দুল খালেক।
জমির ধান কেটে নষ্ট করায় বাধা দিলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন তিনি ।
জমির মালিক আব্দুল খালেক মিয়া জানান। উপজেলার উত্তর দামোদরপুর গ্রামের কাজিপাড়া এলাকার মোজাম্মেল হক ও তার তিন ছেলে রাজিব, জমরুদ, ফারুকমিলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার জমিতে লাগানো ইরি ধানের গাছ কাচি দিয়ে উপরে আনুমানিক ১০ শতাংশ জমির ফসল ক্ষতি সাধন করে।
এসময় বাধা দিলে তারা চড়াও হয়ে তাকে মারপিট করার উপক্রম হয়।অতঃপর তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌছা মাত্র তারা সটকে পড়ে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোজাম্মেল হক এর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায় ।
এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাহবে বলে জানিয়েছেন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার।