শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাদুল্লাপুরে পুর্ব শত্রুতার জেরে জমির ধান কেটে ফেলল প্রতিপক্ষ সুন্দরগঞ্জে নড়বড়ে সাঁকো, একমাত্র ভরসা নলডাঙ্গায় শত্রুতামূলক পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ দারিয়াপুরে ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে শোক ও প্রতিবাদ সমাবেশ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি পলাশবাড়ীতে ইনসাফ মঞ্চের আয়োজনে শাহবাগী ও ফ্যাসিবাদ দোসরদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাইবান্ধায় পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সাঘাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কুসুম কলি শিশু পার্ক উদ্বোধন জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে সুন্দরগঞ্জে মানববন্ধন গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থী তরুণীর রহস্যজনক মৃত্যু সাঘাটায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থী তরুণীর রহস্যজনক মৃত্যু

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থী তরুণীর রহস্যজনক মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গ গোবিন্দগঞ্জে রুপালী আক্তার(১৬) নামে এস.এস.সি পরীক্ষার্থী এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
জানা গেছে, উপজেলার কোচাশহর উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ সালের অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষার্থী রুপালী আক্তার বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় বাড়ির সকলের অজান্তে ঘরের দরজা বন্ধ করে দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগায়। পরিবারের লোকজন ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে রুপালীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পেয়ে সেখান থেকে দ্রুত উদ্ধার করে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল পাশা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রুপালীর মরদেহ সুরতহাল করে থানায় নিয়ে আসেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি তরুনীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, স্কুল ছাত্রী রুপালী আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকার জনমনে নানা গুনজনের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com