বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন, খুন, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে ও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন বেড়েছে উদ্বেগজনক হারে, ঢাকাসহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, মব সন্ত্রাস, দখলদারিত্ব অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই সময়ে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে নারী আর গরীর মানুষ। তারা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহবান জানান। বক্তারা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।