সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
বর্ধমান (ভারত) থেকে দেব দাসঃ বাউল কবি অরুণ কুমার চক্রবর্তী স্মৃতি চারণে ও রটর্ন্তী কালী পূজা উপলক্ষে গত ১ ফেব্রুয়ারী বর্ধমান জেলার গুসকরা শহরে, রটর্ন্তী কালী পূজা উপলক্ষে এক বিরাট মেলা ও সাহিত্য অনুষ্ঠানে আয়োজন করা হয় গুসকরা পৌরসভার পক্ষ থেকে । কামদুঘা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণী ও সুধীজন বৃন্দ। বিশিষ্ট সমাজ সেবি ‘অমর চাঁদ কু-, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন কাহার, গীতিকার-লেখক গণপতি সিকদার, সুরজিৎ দাশ, প্রবীণ সাংবাদিক সন্তোষ বোকসি, এপার বাংলা ওপার বাংলা জনপ্রিয় কবি জাহ্নবী ম-ল, দেবাশীষ পাল, অরুণ কান্তি বাবু , মিতালি দেবী প্রমুখ। প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পত্রিকা উন্মোচন ও বিক্ষ দানের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় । সকল কবি, সাহিত্যিক ও গবেষকদের বাউল কবি অরুণ কুমার চক্রবর্তী স্মৃতি সম্মান ও স্মারক প্রদান করা হয়। শেষে কবিতা পাঠ, গান, শ্রুতি নাটক, ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।