সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়দুর রহমানের বিরুদ্ধে এটি এম আসাদুল্লাহ বাদী হয়ে আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করে। সেই মামলায় গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের বেঞ্চ-সহকারী গত ১৪ জানুয়ারী আদালতের আদেশে উভয় পক্ষের সকলকে আদালতে হাজির হয়ে আরজির তপশীল বর্ণিত নালিশী জমির স্ব স্ব দখলের পক্ষে তথ্য প্রমানসহ লিখিত বিবৃতি দাখিলের জন্য নিদেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এটি এম আসাদুল্লাহর পৈত্রিক সম্পত্তিতে প্রধান শিক্ষক জোরপূর্বক স্থাপনা নির্মাণ করেন। ভুক্তভোগী আসাদুল্লাহ জানান, উপজেলার পবনতাইড় মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত মোট ৫৫ শতাংশ জমি জোরপূর্বক ভাবে পবনতাইড় আদর্শ উচ্চ বিদ্যালয় সিমানার প্রাচীর নির্মানের চেষ্টা করে। এতে এটি এম আসাদুল্লাহ গং বাধা দিতে গেলে প্রধান শিক্ষক জোবায়দুর রহমানসহ তার লোকজন বিভিন্ন হুমকি ধামকি দেয়।