সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার বিশিষ্ট আবৃত্তি সংগঠন অভিনন্দন আবৃত্তিচর্চা কেন্দ্রের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছড়া, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের ভিএইড রোড কালীবাড়ি পাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে গত শনিবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন লেখক-গবেষক অধ্যাপক রূপম রশিদ, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন ও সংগীত শিল্পী রণজিৎ সরকার। প্রতিযোগিতার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের পরিচালক কবি ও আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু। প্রতিযোগিতায় ক, খ, গ ও ঘ- চারটি বিভাগে ৩০ জন প্রতিযোগী অংশ নেয়।