সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জ আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর কৃষি সমবায় সমিতির আয়োজনে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ২ দিন ব্যাপী আদিবাসী ফুটবল টুনার্মেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার ওই ইউনিয়নের মাদারপুর আদিবাসী ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মি.রাফায়েল হাঁসদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল আলম জুয়েল। খেলার উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা রতন, সাবেক ছাত্রদল নেতা জিয়াউল লতিফ মাসুদ, সাপমারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জান্নাতুল বাকী, সাপমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম, সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবু, সাপমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান আসিফ, মহিমাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সাগর প্রমূখ। খেলায় রিফারির দায়িত্ব পালন করেন যোসেফ টুডু।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com