রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার বৃষ্টি আকতার (৩০) নামের এক গৃহবধূ সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন। এসময় তার সহোদর ভাই আব্দুস ছালাম মিয়া (২৫) গুরুতর আহত হন।
মহাস্থানগড়ে মাজার জিয়ারত করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গত শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানগড় বাজারে রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ির চাপায় বৃষ্টি আকতারের মৃত্যু হয়।
নিহত বৃষ্টি আকতার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হাউসি পাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী ও ইসলামপুর গ্রামের ছাকোয়াত মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুরে দিকে বৃষ্টি আকতার তার আত্মীয়-স্বজন নিয়ে মহাস্থানগড় মাজার জিয়ারত করার উদ্দেশে রওনা হন। সেখানে গিয়ে ঘোরাফেরা করার একপর্যায়ে রাস্তার পার হতে চলন্ত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বৃষ্টি আকতার নিহত হন। এ ঘটনা তার ভাই আব্দুস ছালাম মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম বলেন, মহাস্থানগড়ে সড়ক দুর্ঘটনা বৃষ্টি আকতার নামের এক গৃহবধূ মারা গেছেন। এসময় তার ছোট ভাই আব্দুস ছালাম মিয়া আহত হন। এমন ঘটনা খুবই দুঃখজনক।