রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা পুটিমারি এলাকায় জমি জমা সংক্রান্ত বিবাদের জের ধরে গত বৃহস্পতিবার দোকানে যাওয়ার সময় পূর্বের জের ধরে মোটরসাইকেলের পথ রোধ করে মামুনের কাছে থেকে ব্যবসায়ীর ১ লক্ষ,৫০ হাজার ৫ শত ৫১টাকা ছিনিয়ে নেয় স্থানীয় কয়েকজন যুবক । এ সময় ব্যবসায়ী মামুনকে মারপিট করে আহত করা হয়। এই ঘটনা জানাজানি হলে খাইরুল ইসলামের বাবা ঘটনাস্থলে আসলে তাদেরকেও লাঠিও ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। আহতরা হলেন, ফজলু, এমদাদুল হক, খাইরুল ইসলাম, মাহামুদা বেগম। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।