সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১১পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুর রহমান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে মাদক কারবারি আমিনুর রহমানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি আমিনুর রহমান উপজেলার তালুক সর্বানন্দ গ্রামের গোলজার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামি আমিনুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। আসামি আমিনুর চিহ্নিত একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একই আইনে আরো দু’টি মামলা বিচারাধীন রয়েছে।