মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জের ভাটী তারাপুর মৌজায় তিস্তার শাখা নদীর উপর কাঠের ব্রীজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী ফিতা কেঁটে নব-নির্মিত এ কাঠের ব্রীজের উদ্বোধন করেন। এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, ব্রীজটি নির্মানের ফলে সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের চরাঞ্চলসহ পাশর্^বর্তী কুড়িগ্রাম জেলা সদরসহ চিলমারী ও উলিপুর উপজেলার হাজার হাজার মানুষের বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হল। এ জন্য তিনি ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উক্ত কাঠের ব্রীজের পাশে একটি সোলার প্যানেল স্থাপনের আশ^াস প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সদস্য আশিকুর রহমান ভোলাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন ব্যক্তিগত ও স্থানীয়দের তহবিল থেকে কাঠের ব্রীজটি নির্মাণ করা হয়। এছাড়া এ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীর দরগাহ্ ও ঈদগাহ্ মাঠ সংলগ্ন আরো ২টি কাঠের ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে ব্যায় হবে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা।