সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী রবিবারের হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার উদ্যোগে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিপিবি কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ছয় মাসের মধ্যে অযৌক্তিক ভাবে এই ফ্যাসিবাদী সরকার তিন দফায় গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের এই মূল্যবৃদ্ধি মানুষের জীবন যাত্রার উপর সরাসরি প্রভাব পড়বে। বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় মধ্যবিত্ত নিম্নবিত্তদের কষ্টের কথা না ভেবে ব্যবসায়িদের স্বার্থে দফায় দফায় গ্যাসসহ নিত্য প্রয়োজনী জিনিষ পত্রের দাম বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। বক্তারা গরীব মেহনতী মানুষের স্বার্থে জনগণকে এই হরতাল সফল করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমূখ।