বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা কৃষিভা-ার হিসেবে পরিচিত, সেখানে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি শুরু হয়েছে। গত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করেছে। এ বছরের প্রণোদনায় গাইবান্ধা জেলার মোট ৮৬ হাজার ৯১০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ইতোমধ্যে বিভিন্ন ধরনের বীজ এবং সার কৃষকদের মাঝে বিতরণ শুরু হয়েছে। প্রণোদনার আওতায় সরিষা, গম, ধান, ভূট্রা, বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী, মসুর, সয়াবিন, শাক-সবজি সহ নানা ধরনের ফসলের বীজ রয়েছে।
প্রণোদনার এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। গাইবান্ধা জেলায় কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এর জন্য কৃষি খাতে আরও বেশি বিনিয়োগ ও যান্ত্রিকীকরণে মনোযোগ দেওয়া হচ্ছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক রিন্টু জানান, প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঠপর্যায়ে গিয়ে চিহ্নিত করে প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সরকার নির্দেশনা দিয়েছে, কোন জমি যেন পতিত না থাকে এবং খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম জানান, কৃষকদের জন্য নিয়মিত প্রশিক্ষণও পরিচালনা করা হচ্ছে। চলতি রবি মৌসুমে বীজ ও সার বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, পাশাপাশি কম্বাইন হারভেস্টার মেশিনের বরাদ্দও দেওয়া হচ্ছে।
গেল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়া কৃষকদের পুনর্বাসন ও ক্ষতি পূরণের জন্য এ বছর প্রণোদনার পরিমাণও বাড়ানো হয়েছে।