রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ রেল ষ্টেশনে যাত্রী ছাউনি নির্মাণ করছেন। দীর্ঘদিন থেকে লোকাল ট্রেনসমূহ হাসানগঞ্জ রেল ষ্টেশনে অবস্থান করলেও আজ পর্যন্ত সরকারিভাবে নির্মাণ হয়নি টিকেট কাউন্টার, যাত্রা ছাউনি, রেল ক্রোসিং, গোডাউনসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। যার কারণে দীর্ঘদিন থেকে যাত্রী সাধারণরা রোদ বৃষ্টি উপেক্ষা করে ট্রেনে উঠে যাওয়া আসা করত। স্থানীয় স্কুল শিক্ষক জহুরুল হক বাদশা জানান, জনস্বার্থে স্থানীয় এমপি নিজ অর্থায়নে যাত্রী ছাউনিটি নির্মাণ করে দিচ্ছে। সামান্য কিছু কাজ বাকী আছে। আশা করছি কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রী ছাউনির উদ্বোধন করা হবে। তিনি বলেন যাত্রী ছাউনিটি নির্মাণ হওয়ায় এলাকার লোকজনের অনেক উপকৃত হল।