বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সুন্দরগঞ্জ প্রতিনিধি ঃ সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দূর্গম চরাঞ্চল ভাটিকাপাসিয়া গ্রামে দুই সন্তানের জননী স্ত্রী আদুরী বেগমকে (২২) হত্যার অভিযোগে স্বামীকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে। আদুরী ওই গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।
প্রতিবেশি এবং থানা পুলিশসূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে বুধবার ভোরবাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী আইয়ুব আলী শ^াসরুদ্ধ করে স্ত্রী আদুরী বেগমকে হত্যা করে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশি লোকজন ছুঁটে এসে দেখে ঘরের মেঝে আদুরীর নিথর দেহ পড়ে রয়েছে। এরপর প্রতিবেশিরা আইয়ুব আলীকৈ আটক করে রেখে বুধবার সকালে থানা পুলিশকে খবর দেয়। আইয়ুব আলী ওই গ্রামের হামেজল ইসলামের ছেলে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে এবং আইয়ুব আলীকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, আদুরী বেগম পাশ^বর্তী গাইবান্ধা সদর উপজেলার ফকিড়ের হাট গ্রামের সুজন মিয়ার কন্যা।
ইউপি সদস্য দেলদার হোসেন বলেন, স্বামী ও স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারনে স্বামী আঈয়ুব আলী স্ত্রী আদুরী বেগমকে মাথার চুল বাঁধা ফিতা দিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা করেছেন দাবি করেন পরিবারের সদস্যরা। সে কারনে প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুত হাল রিপোর্ট করে। লাশের গলায় কালো চিহৃ রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে। নিহতের স্বামী আটক রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com