বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

স্কুলের দরজা-জানালা খুলে বিক্রির চেষ্টাকালে প্রধান শিক্ষক আটক

স্কুলের দরজা-জানালা খুলে বিক্রির চেষ্টাকালে প্রধান শিক্ষক আটক

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সদর উপজেলায় পূর্ব কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা খুলে বিক্রি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েন আব্দুল হান্নান নামে প্রধান শিক্ষক।
গতকাল গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কুপতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান গ্রামবাসীর হাত থেকে কৌশলে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুল হান্নান স্কুলের অফিস কক্ষ, শ্রেণিকক্ষ এবং বাথরুমের মোট চারটি লোহার ও একটি প্লাস্টিকের দরজা মিস্ত্রিদের দিয়ে খুলে ফেলেন। এরপর সেগুলো বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে তুলে নিতে গেলে গ্রামবাসী তাকে আটক করেন। তবে ঘটনার সময় উত্তেজিত জনতার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। পরবর্তীতে দরজাগুলো স্থানীয় ইউপি সদস্য মুরাদ মিয়ার জিম্মায় রাখা হয়।
গ্রামবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবি, একজন প্রধান শিক্ষক হয়ে স্কুলের সম্পদ বিক্রির চেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও আইনবিরোধী কাজ।
কুপতলা ইউনিয়ন পরিষদের সদস্য মুরাদ মিয়া বলেন, দরজাগুলো উদ্ধার করে আমার জিম্মায় রেখেছি। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী দ্রুত অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com