শনিবার, ০৩ মে ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় আহত বাদশার মৃত্যু

সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় আহত বাদশার মৃত্যু

সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের মন্ডলের হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মাঝে সংঘর্ষে আহত মাইদুল ইসলাম বাদশা চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় মন্ডলের হাটে চরম উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয়রা মানববন্ধন করেছেন। বাদশা পশ্চিম ছাপড়হাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।
গত ১৩ এপ্রিল হাটের ভিতরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বাবু মিয়ার ওষুধের দোকানের সামনে রাখা বেঞ্চের সাথে ছাত্রদল নেতা শফিকুল ইসলামের মোটরসাইকের ধাক্কা লাগে। এনিয়ে বাবু ও শফিকুলের মধ্যে কথাকাটাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে মাইদুল ইসলাম বাদশাসহ বিএনপি নেতা শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া মির্জা, আলম মিয়া, যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা আহসান হাবিব আহত হয়। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ হোসাইন মোহাম্মদ নাজমুল ও জাকিউল ইসলাম লাঠিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বাদশা ওষুধের দোকানদার বাবুর চাচাতো ভাই। থানার ওসি মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় ইতিপূর্বে থানায় মামলা হয়েছে। ওই মামলায় হত্যার ঘটনা যুক্ত হবে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com