সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষকের প্রাণ কেড়ে নিলো চলন্ত ট্রাক গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন সুন্দরগঞ্জে জনতার হাতে পিকআপ ভর্তি চাল আটক সন্ত্রাসী হামলায় গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতা মামুন আহত জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের ইফতার সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক সংস্থার ইফতার সম্মেলন ও দোয়া মাহফিল সাঁওতাল হত্যা ও নির্যাতনকারীদের বিচার, ক্ষতিপূরণ দাবি স্মৃতিচারণ ও ভিক্টিমদের সম্মাননা প্রদান মালচিং পদ্ধতিতে আগাম ঝিঙে চাষ,বাম্পার ফলনের সম্ভাবনা

সুন্দরগঞ্জে জনতার হাতে পিকআপ ভর্তি চাল আটক

সুন্দরগঞ্জে জনতার হাতে পিকআপ ভর্তি চাল আটক

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় সন্দেহজনকভাবে পিকআপ ভর্তি চাল আটক করেছে স্থানীয় জনতা। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিতরণকৃত ভিজিএফ এর চাল সন্দেহে গতকাল রোববার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে আটক করে জনতা। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চাল থানা হেফাজতে নিয়েছেন।
পিকআপ গাড়ির ড্রাইভার হারুন মিয়া ও স্থানীয়রা বলেন, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশ হতে চাল ও ধান ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়ার গোডাউন হতে পাশ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজারস্থ চাল ও ধান ব্যবসায়ী মোস্তাফিজার রহমানের গোডাউনে পিকআপ গাড়িতে করে সাড়ে পাঁচশত মেট্রিকটন চাল নিয়ে যাচ্ছিল। মোস্তাফিজার রহমান ওই দুই ব্যবসায়ীর নিকট চালগুলো কিনেছেন। স্থানীয়দের দাবি শনিবার কঞ্চিবাড়ি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন। ওইসব চাল কঞ্চিবাড়ি ইউনিয়নের ভিজিএফ এর চাল।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনোয়ার আলম বলেন, গত শনিবার উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান ও ট্যাক অফিসারের উপস্থিতিতে তাঁর ইউনিয়নের ৫ হাজার ৮১৬ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকৃত চালের ১ হাজার ১৬৩ খালি বস্তা এখনো তার পরিষদের গোডাউনে জমা রয়েছে। আটককৃত চাল সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন ওই ব্যবসায়ীগণ নিয়মিতভাবে খোলা বাজারে ধান ও চাল ক্রয় করে মহাজনের নিকট বিক্রি করে থাকেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, তিনি গাইবান্ধা জেলায় মিটিং করছেন। এ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, আটককৃত চাল সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এর আদেশে থানায় রয়েছে। সঠিক যাচাই ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান বলেন, সদ্য যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার গাইবান্ধা জেলায় মিটিং এ রয়েছেন। তাঁর আদেশে আটককৃত চালগুলো থানায় নেয়া হয়েছে। সঠিক যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, তিনি জেলায় মিটিং এ রয়েছেন। ফিরে এসে এ সংক্রান্ত বিষয়ে কথা বলব।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com