রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের তিস্তা সেতু সংলগ্ন এলাকায় চীন মৈত্রী হাসপাতাল স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সাড়ে ১১টার দিকে চীন মৈত্রী হাসপাতাল বাস্তবায়ন পরিষদ-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাসের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তিস্তা সেতুর পাশবর্তী হরিপুর ইউনিয়নে প্রায় ১২০০ একরের বেশি অনাবাদি খাস জমি রয়েছে, যা সরকারি বড় প্রকল্প বাস্তবায়নের জন্য একদিকে উপযুক্ত। অন্যদিকে বিনামূল্যে প্রাপ্ত হওয়ায় সরকারের অর্থনৈতিক দিক থেকেও লাভজনক। নবনির্মিত তিস্তা সেতুর মাধ্যমে এই এলাকা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, জামালপুর ও শেরপুর জেলার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় এর কৌশলগত গুরুত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্মারকলিপিতে আরও জানানো হয়, প্রস্তাবিত ১০০০ শয্যার হাসপাতালটি বাস্তবায়িত হলে অন্তত ৫০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। অথচ রংপুর বিভাগে বগুড়া, রংপুর, দিনাজপুর ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান থাকলেও গাইবান্ধা জেলায় এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ বা বড় হাসপাতাল গড়ে ওঠেনি। বিশেষত চরাঞ্চলভিত্তিক এই জেলায় নদীভাঙন, বন্যা ও স্বাস্থ্যঝুঁকি থাকলেও আধুনিক চিকিৎসা সুবিধা নেই বললেই চলে।