বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধি ঃ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতিরজান গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি, আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোজাফফর হোসেনের শয়নঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়। নিমিষের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মোজাফফর ও তার ভাই মোজাম্মেল হকের ৫টি টিনসেড ঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, ধান, চাল ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে স্থানীয়রা ছুঁেট এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসে।
মোজাফফর হোসেনের বলেন, সম্ভাবত মোবাইলের চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। এ ক্ষতি তার জন্য অপুরুনীয়। তার সহায় সম্বল যা ছিল তা পুড়ে ছাঁই হয়ে গেছে। তার দাবি দুই ভাইয়ের প্রায় ৮ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. গুলজার হোসেন বলেন, সুন্দরগঞ্জ হতে ঘটনাস্থলের দুরত্ব ২২ কিলোমিটার। তাছাড়া বড় গাড়ি নিয়ে ছোট রাস্তায় প্রবেশ করা অত্যন্ত ঝুকিপূর্ণ। সে কারনে বিলম্বিত হয়েছে। তার দাবি ক্ষয়ক্ষতির পরিমান ৫ হতে ৬ লাখ টাকা হতে পারে।