মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কর্মীকে মারপিট ও দাওয়াতি গণসংযোগে হামলার ঘটনায় বগাইবান্ধা সদরের সাহাপাড়ার নান্দিনা গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বিকালে সাহাপাড়া ইউনিয়ন জামায়েতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইখলাসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ মোঃ রোকনুজ্জামান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মোঃ নুরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।