রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন। এছাড়া সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা এ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। এরপর ওইসব বিষয়াদি বাস্তবায়নের আশ্বাস দেন- নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।