রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন। এছাড়া সাদুল্লাপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকরা এ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে উপজেলার সমস্যা ও সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিকরা। এরপর ওইসব বিষয়াদি বাস্তবায়নের আশ্বাস দেন- নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com