মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার কান্তনগর বিনয় ভূষণ বহুমমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজা শাহজাহানকে মারধর করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক একরামুল ইসলাম ও সভাপতি রওশান আলম। এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক ও সভাপতিকে স্কুলকক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ আন্দোলন শুরু করেন তারা।
জানা যায়, গত বুধবার বিদ্যালয়ের দাপ্তরিক কাজের জেরে প্রধান শিক্ষক একরামুল ইসলাম ও সভাপতি রওশান আলম ক্ষিপ্ত হয়ে সহকারি শিক্ষককে মারপিট করে। এ নিয়ে এলাকায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এদিকে পরদিন গত বৃহস্পতিবার সকালে স্কুল চলাকালীন সময় অভিভাক ও শিক্ষাথীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পযায়ে ওই প্রধান শিক্ষক ও সভাপতিকে স্কুলকক্ষে অবরুদ্ধ করে তারা। এরপর তাদের বিচারের দাবিতে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয়। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীনেওয়াজ ও মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে নিয়ে সমাধানের জন্য বসেন। এতে উভয়ের ভুল বোঝাবুঝি স্বীকারোক্তি দিয়ে দ্বন্দ্বটি নিরসন করা হয়।
অপরদিকে প্রশাসন মহল বিষয়টি সমাধা করে দিলেও অভিভাবক ও শিক্ষার্থীরা ওই সভাপতি রওশন আলম ও প্রধান শিক্ষক একরামুল ইসলাম অপসারণের দাবি জানায়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের এডহক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে। চেয়ারম্যানের এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।