সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

সাদুল্লাপুরে শিক্ষকদের দায়িত্বে অবহেলা সময়ের আগেই ছুটি

সাদুল্লাপুরে শিক্ষকদের দায়িত্বে অবহেলা সময়ের আগেই ছুটি

পলাশবাড়ী প্রতিনিধিঃ সাদুল্লাপুরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ১ টার সময় ছুটি দেওয়া হয় মর্মে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার বেশ কিছু উচ্চ বিদ্যালয় নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সময়ের আগেই ছুটি দেওয়া হয়ে থাকে মর্মে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল ২ ফ্রেব্রুয়ারী সরেজমিনে গিয়ে দেখা যায়, সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১টা ৩০ মিনিটে পতাকা বিহীন বিদ্যালয়টির অফিসসহ সকল শ্রেণিকক্ষ তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়। ১টা ৪০ মিনিটে মাদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মেইন গেইটে তালা ঝুলতে দেখা যায়। তবে, বিদ্যালয়ের সিমানা ঘেষেই মাদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়টি শিক্ষক-কর্মচারীসহ শিক্ষার্থী উপস্থিতি দেখা যায়। ১ টা ৫৫ মিনিটে কুঞ্জমহিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে পতাকা বিহীন সকল শ্রেণিকক্ষে তালাবদ্ধ অবস্থা লক্ষ্য করা গেছে। তবে, এই সকল শিক্ষা প্রতিষ্ঠান সময়ের আগেই ছুটি দেওয়ার বিষয়ে সাদুল্লাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের তো খেলা নাই যার কারণে তারা সময়ের আগেই ছুটি দেবে। এমন অবস্থা যদি হয়ে থাকে তাহলে আপনি লেখেন আমি ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com