মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরে নেহারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নেহারুল ইসলাম উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মৃত শয়ন ব্যাপরীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। স্থানীরা জানান, নেহারুল ইসলাম গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল সোমবার সকালে তার নিজস্ব পুকুরে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এর পর থানা পুলিশ খবর পেয়ে নেহারুলের লাশটি উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, নেহারুল ইসলাম একজন ভাল মানুষ ছিলেন। কে বা কারা এ হত্যাকান্ডে জড়িত এখনো জানা যায়নি। সাদুল্লাপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে নেহারুলের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার ক্লু খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।