মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার অন্ধপ্রতিবন্ধী আবদুল মজিদ মিয়াকে মারপিটে যখম করেছে স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান। এ ঘটনায় মজিদ মিয়া থানায় একটি অভিযোগ করেন। এই অভিযোগ দায়েরের ৯ দিন অতিবাহিত হলেও বিষয়টি তদন্ত করেছেনা থানা পুলিশ।
অভিযোগের বিবরনে জানা যায়, গত ৭ জুলাই দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলার আরাজী ছন্দিয়াপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে অন্ধপ্রতিবন্ধী আবদুল মজিদ মিয়া বৈষ্ণবদাস বাজারের সেলিম মিয়ার হোটেলে বসে ছিলেন। এমন সময় রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও বৈষ্ণবদাস গ্রামের আবুল হোসেনের ছেলে আতাউর রহমান পুর্ব শত্রুতার জেরে মজিদ মিয়াকে এলোপাতারিভাবে মারপিট শুরু করে। এসময় মজিদ মিয়ার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়াসহ তাকে হত্যার উদ্দেশ্যে শ^াসরুদ্ধ করার চেষ্টা করে। বিষয়টি বেগতিক দেখে অবস্থারত লোকজন মজিদ মিয়াকে প্রাণে রক্ষা করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, মজিদ মিয়ার অভিযোগ পেয়েছি। কয়েক ধরে বৃষ্টির কারণে তদন্ত করা সম্ভব হয়নি।