মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর ও পিকআপ ভ্যান সংঘর্ষে মুসা মিয়া (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। গতকাল শনিবার সকালের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওইসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান সড়কে আসা আরেকটি ট্রাক্টর এড়াতে না পেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে মুসা মিয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে পরে স্বাভাবিক করা হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওইস্থানে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।