রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী নারী বিদ্যাপীঠ দারিয়াপুর কিয়ামত উল্যাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাঈদ হাসান, প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, সহকরী প্রধান শিক্ষক উত্তম কুমার বর্মন, শিক্ষক তোজাম্মেল হক, শহিদুল ইসলাম প্রমুখ। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী রিশা মনি, ছামিয়া জাহান রাহী, পৌষী আলম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান, প্রয়াত শিক্ষক রতন কুমারের সহধর্মিণীর হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের গত বছরের এসএসসিতে ভালো ফলাফলের জন্য প্রাক্তন চার মেধাবী শিক্ষার্থীদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।