মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অভিনব কায়দায় চায়ের প্যাকেটে গাঁজা পাচারকালে সাদুল্লাপুরে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।
গত মঙ্গলবার উপজেলার ইদিলপুর ইউনিয়ন একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে একটি বাস থেকে তাকে আটক করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে সাইফুল ইসলাম নামের এক যুবকের কাছ থেকে চায়ের প্যাকেটে মোড়ানো ছয় কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজা জব্দ করে সাইফুল ইসলামকে আটক করা হয়।