বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে একটি দেশীয় জাতের কলাগাছে এক সাথে ২টি কাঁদিতে কলা ধরার ঘটনা ঘটেছে এই অদ্ভুত কলার কাঁদি দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মধ্য ফুলবাড়ি গ্রামের রাজা মিয়ার বাড়ির বাশঝারের পাশে ওই কলাগাছ।
কলাগাছের মালিক রাজা মিয়া বলেন,আমার একটি কলাগাছে প্রথমে একটি মোচা বের হতে দেখি। এরপর আর একটি মোচা বের হয়েছে। দুটি মোচাতেই কমবেশি কলা ধরেছে। কলাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাঁদি দুটি আরও বড় হবে।
তিনি আরও বলেন, এটি দেশীয় জাতের কাঁচা কলা নামে পরিচিত। বাড়ির চারপাশে অনেক কলাগাছ রয়েছে। কিন্তু তেমন পরিচর্যা করা হয় না। কয়েকদিন যাবৎ মানুষ কলা দেখতে আসছে। কলাগুলো এখনো পরিপক্ব হয়নি। ফেরদৌস মিয়া বলেন, এ রকম কলাগাছ আগে কখনো দেখিনি। দেখতে অনেক সুন্দর, বেশ ভালো লাগছে । কলাগাছ দেখতে আসা আলমগীর আলী বলেন, আশ্চর্য হওয়ার মতো! ২টি মোচা বের হয়ে কলাও ধরেছে। এধরণের ঘটনা আল্লাহর রহমত।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম বলেন, একটি কলাগাছে ২টি মোচা বের হয়ে কলা ধরার বিষয়টি আপনার কাছে শুনলাম। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আমরা গিয়ে দেখব।