রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
নলডাঙ্গা ( সাদুল্লাপুর ) প্রতিনিধি ঃ আপনজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে দীর্ঘদিন পর কর্মস্থল ছেড়ে দেশের বিভিন্নস্থান থেকে কর্মজীবি মানুষেরা সীমাহীন হয়রানী আর দুর্ভোগের বোঝা মাথায় নিয়ে ফিরে এসেছেন নিজ নিজ আপন নীড়ে।
তারা বাড়ী ফিরে স্ত্রী সন্তান, বাবা মা ভাইবোনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে সকল ভোগান্তি যেন ভুলে যান। এরমধ্যেই ঈদ আনন্দ ফুরিয়ে গেছে। এখন এসব কর্মজীবিদের যথাসময়ে কর্মস্থলে ফেরার পালা। ইতিমধ্যে অনেকেই কর্মস্থল চিরচেনা ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিরতে শুরু করছেন।
কিন্ত কর্মস্থলে ফিরতেও তাদের নানা ভাবে হয়রানী আর বিড়ম্বনার গ্যাড়াকলে পড়তে হচ্ছে। সেইসাথে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে বিশেষ করে স্বল্প আয়ের কর্মজীবিরা পড়েছেন চরম বিপাকে। এ যেন মরার ওপর খাড়ার ঘাঁ।
গতকাল সরেজমিনে সাদল্যাপুর উপজেলার নলডাঙ্গা রেল ষ্টেশন ও উপজেলা শহরের বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, কর্মজীবি যাত্রী সাধারনের প্রচন্ড ভীড়। আর এই সুযোগে বাস মালিকেরা তাদের খেয়াল খুশিমত এসব যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার ২/৩ গুণ বেশী ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
তারপরেও টিকিটের দাম চরা হলেও কেউ কেউ কর্মস্থলে যথাসময়ে পৌঁছতে নিরূপায় হয়ে বাস কাউন্টার থেকে অতিরিক্ত দামে টিকিট সংগ্রহ করেছেন।