মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সাদুল্যাপুর প্রতিনিধিঃ সাদুল্যাপুর আগুনে পুড়ে বসতবাড়ী ভুষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামনী গ্রামে। এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার কামারপাড়া ইউপির হাটবামনী গ্রামের মুত্যূ আঃ শেখ মিয়ার পুত্র বধু সন্ধা ৭ টার দিকে রান্না বান্নার করার সময় নামাজের জন্য গেলে রান্নার ঘড়ে আগুন লেগে যায়। যা মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় আনছার আলী ও আজগর আলীর ৫ টি টিনসেট ঘড়, আসবাবপত্র, নগদটাকা, ধান, চালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সাদুল্যাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এবং ইউপি চেয়ারম্যান ঘটনা স্থল পরিদর্শন করেন।