বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে গত ১৮ নভেম্বর প্রদর্শনী ও সেমিনার উপলক্ষে সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদয়েতুল ইসলাম। সেমিনারে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, সাঘাটা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামী সাংগঠনিক সেক্রেটারী সহকারী প্রভাষক এনামুল হক সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা উম্মে শারমিন আক্তার, বৈজ্ঞানিক কর্মকর্তা মেহেদী হাসান। প্রদর্শণীতে সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান মিলে ২২টি স্টলে স্থানীয় ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী শিক্ষার্থীদের প্রদর্শন করা হয়।