রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

সাঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কে চলাচলের ভোগান্তি

সাঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কে চলাচলের ভোগান্তি

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় সাম্প্রতিক বন্যায় কাঁচা পাকা সহ প্রায় শতাধিক সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৬৬ কি.মি কাঁচা পাকা সহ সড়ক গুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনসাধারণ। ব্যাপক ক্ষতিগ্রস্থ সড়ক গুলোর মধ্যে রয়েছে সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড় হতে ভূতমারা সড়ক, কলেজ মোড়-ভরতখালী সড়ক, বোনারপাড়া-মহিমাগঞ্জ সড়ক, বোনারপাড়া-ত্রিমোহনী ঘাট সড়ক, বোনারপাড়া চৌমাথা-কচুয়া হাট সড়ক, শিমুলতাইড় মোজামের বাড়ী-মাঝিপাড়া সড়ক, আমদিরপাড়া-গোবিন্দপুর সড়ক, উল্যা ভরতখালী-বেলতৈল সড়ক, জুমারবাড়ী-বোনারপাড়া সড়ক, সাঘাটা-জুমারবাড়ী সড়ক সহ উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় সকল সড়ক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। এছাড়া সদ্য নির্মিত মানিকগঞ্জ-নয়াবাজার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। বন্যার সময় পানির তীব্র স্রোতে এসব সড়কে বিভিন্ন স্থানে পাথর ও ইটের খোয়া ভেসে গেছে। এতে সড়কগুলোতে অসংখ্য খানা খন্দের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে বৃষ্টি হলেই পানি জমে থাকে। অনেক সড়কের দুই পাশের্^র ইট ভেসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কের প্রশস্থতা কমে গেছে। অপরদিকে এলজিইডি’র প্রায় ১০টি ব্রীজ ক্ষতিগ্রস্থ হয়েছে। ভয়াবহ বন্যায় ভরতখালী পোড়াগ্রাম সড়কের প্রায় ১শ’ ৫০ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্রীজগুলোর সংযোগ সড়ক ভেঙ্গে গেছে। স্থানীয়রা জানায়, উপজেলা ১০টি ইউনিয়নের প্রায় সবক’টি গ্রাম প্লাবিত হয়। তলিয়ে যাওয়া কাচা পাকা সড়ক পানির প্রবল স্্েরাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এ সকল সড়ক দিয়ে যানবাহন চালাচল করার সময় প্রতিনিয়তই দূর্ঘটনার কবলে পড়ে লোকজন আহত হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ছয়টি গ্রামীন অবকাঠামো উন্নয়নের ৬ কি.মি সড়ক, ৩টি ব্রীজ এবং ৪০টি ব্রীজের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, এবারের বন্যায় ১শ’ ১৪টি পাকা সড়কের মধ্যে ৬৬টি সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে জনসাধারণের চলাচলে ভোগান্তিতে পড়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্থ সড়ক ও ব্রীজ সংস্কার করতে সময় লাগবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com