রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সাঘাটা উপজেলার কচুয়া উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন। গতকাল শুক্রবার বিকালে ঢাকাস্থ বুয়েট ৮৮ ক্লাবের পক্ষ থেকে ডাঃ বদরুল আলম লাড্ডুর চেষ্টায় এই ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, ফরহাদ হোসেন প্রমুখ ।
অনুষ্ঠান শেষে আত্ম উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া । এ সময় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গতকাল শুক্রবার সকালে বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন নেমে বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন পরিদর্শন করেন। পরে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু’র মায়ের কবর জিয়ারত করেন এবং মুক্তিযোদ্ধা যাদুঘর পরিদর্শন করেন ।