সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

সাঘাটায় জমি-জমা সংক্রান্ত ঘটনায় বাড়িতে হামলা ভাংচুর

সাঘাটায় জমি-জমা সংক্রান্ত ঘটনায় বাড়িতে হামলা ভাংচুর

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় জমি জমা সংক্রান্ত জের ধরে বাড়ীতে হামলা, ভাংচুর মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামের মৃত আব্দুল কদ্দুস আকন্দের পুত্র মঞ্জুর হাসানের সাথে একই গ্রামের বিটুল মিয়া, শরিফুল ইসলামের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০ ডিসেম্বর বিকেলে উল্লেখিত বিটুল মিয়া ও শরিফুল ইসলামগংরা পূর্ব পরিকল্পিত ভাবে মঞ্জুর হাসানের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙ্গচুর করে পাঁচ হাজার টাকার ক্ষতি সাধন করে এতে মঞ্জুর হাসানের স্ত্রী বাসিদা আক্তার বাধা দিলে তাকে বিটু মিয়াসহ উল্লেখিত ব্যক্তিরা পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। পরে স্থানীয় লোকজন আহত বাসিদা আক্তারকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করেন। আসামীরা বিভিন্ন ভাবে প্রাণ নাশসহ হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে মঞ্জুর হাসান বাদি হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় সাঘাটা থানার তদন্তকারী কর্মকর্তা জিয়া জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com