মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

সাঘাটায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সাঘাটায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

সাঘাটা প্রতিনিধি: সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসায় ভর্তি হয়ে ময়নাল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বিলম্বে চিকিৎসা প্রদানসহ চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
গত বৃহস্পতিবার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এসময় ওই মৃত্যু ব্যক্তির স্বজনরা ক্ষুব্ধ হয়ে উঠেন। একইসঙ্গে হাসপাতাল চত্বরে জনতার উত্তেজনার সৃষ্টি হয়।
মৃত ময়নাল হোসেন সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি চরের ছলিম উদ্দিনের ছেলে। স্বজনরা জানায়, ময়নাল হোসেন জ্বরে আক্রান্ত হলে গত বৃহস্পতিবার সকালে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে দায়িত্বরত চিকিৎসক ইনজেকশন পুশ করেন। এরপর নানা চিকিৎসা বিলম্ব ও কালক্ষেপণ করার বিভিন্ন টেস্ট দেন। আর টেস্টের রিপোর্ট না আসতেই এ কমপ্লেক্সে ময়নাল হোসেনের মৃত্যু হয়। তবে এই স্বজনদের দাবি- চিকিৎসকের দায়িত্ব অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ চন্দ্র বলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়া হয়। এরপর স্বজনরা ময়নাল হোসেনের লাশ বাড়িতে নিয়ে যায়। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় রোগী ময়নাল হোসেনের মৃত্যু হয়েছে। দায়িত্বরত চিকিৎসকের অবহেলার মৃত্যুর দাবিতে স্বজনদের লিখিত অভিযোগ পেলে সেটি খতিয়ে দেখা হবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com