বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

সাঘাটায় কৃষকরা কোমর বেঁধে নেমেছে আমন চাষে

সাঘাটায় কৃষকরা কোমর বেঁধে নেমেছে আমন চাষে

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার চাষিরা বিগত দিনের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এবার আমন ধানের চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমেছে ।
জানা গেছে, সাঘাটা উপজেলার কৃষকরা মাঠঘাট, নদীনালা, যেখানে একটু জায়গা পেয়েছে সেখানেই আমন চাষ করছেন। গত বন্যায় চারা বেছন নষ্ট না হওয়ায়, অধিক মূল্যে দিয়ে ধানের চারা কিনে কৃষক ও কিষাণীরা ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন। গতকাল রোববার উপজেলার কামালেরপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকজন কৃষক জমিতে চারা রোপণ কাজে ব্যস্ত সময় পাড় করছে । তাদের কাছে গিয়ে ধান রোপনের প্রতি এত আগ্রহ কেন জানতে চাইলে তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী ধান তো লাগাতেই হবে। ধান আবাদ না করলে কি খাব। কৃষি অফিস সুত্রে জানা যায়, এ মৌসুমে সাঘাটা উপজেলার ১০ ইউনিয়নে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বোনারপাড়া ইউনিয়নের ময়মন্তপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন ও মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামের কৃষক আমির হোসেন জানান, প্রতি বিঘায় ১০ মন ধান উৎপাদন হয়। হাইব্রিড ধানের বীজের ব্যবহার বেশি করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার এ কে এম মুবিনুজ্জামান জানান, কৃষকরা উৎসাহী হয়ে ধান চাষ করছে। আশা করা যাচ্ছে এবার লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com